Kunal Sarkar: মানুষ আবার হাসপাতালে ছুটে বেড়াক তা আমরা চাইছি না : কুণাল সরকার | Bangla News
" যা হাসপাতাল বা বেড আছে, তার ওপর অল্প সময়ের মধ্যে আমরা বিরাট চাপ চাইছি না। তাই আমরা ভিড় দেখে চিন্তিত। আবার ছুটে বেড়াক মানুষ হাসপাতালে এটা আমরা চাই না। মানুষ অসাবধান হলে চলবে না, তাহলে হাতের বাইরে চলে যাবে।" সাংবাদিক বৈঠকে বললেন চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। চিকিৎসকদের তরফে বলা হয়, 'সংক্রমণের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কমছে। এই সময়ে কোভিডের তৃতীয় ঢেউ এসেছে। মাস্ক ছাড়া সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।'
Tags :
Coronavirus COVID19 Night Curfew COVID Guidelines Coronavirus Cases In Bengal Covid Testing WB Covid Restriction Third Wave Omicron Omicron Variant WB Covid Guidelines Bengal Corona Tally WB Night Curfew Bengal Omicron Tally