বাম ধর্মঘট: হৃদয়পুর স্টেশনে ট্রেনের নীচে মিলল ৩টি বোমা, করা হল নিষ্ক্রিয়
বারাসাতের কাছে হৃদয়পুর স্টেশনে ডাউন দত্তপুকুর লোকালের নীচে মিলল বোমা। সকালে রেললাইনে ৩টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। দ্রুত ট্রেন খালি করার চেষ্টা করে পুলিশ। তবে অনেক যাত্রীই ট্রেন থেকে নামতে চাননি। কিছুক্ষণ পরে ঝুঁকি নিয়েই বোমাগুলিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সংশোধিত নাগরিকত্ব আইন-সহ একাধিক ইস্যুতে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস-সহ একাধিক শ্রমিক সংগঠন।