Local Train: '৫০ শতাংশের বেশি যাত্রী উঠছে কিনা, কে দেখবে?' প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীদের একাংশই | Bangla News

প্রায় ৬ মাস পর ফের লোকাল ট্রেন (Local Train) চালু করতে অনুমতি দিল রাজ্য। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র। ব্যারাকপুর স্টেশন দিয়ে রোজ যাওয়া আসা করেন এমন একজন যাত্রী জানাচ্ছে, 'লোকাল ট্রেন চালু করলে তো ভালো। তবে ভিড়ের দিকটা মাথায় রাখতে হবে। সমস্যা তো একই থাকবে যদি না ট্রেন সংখ্যা বাড়ানো হয়। ৫০ শতাংশ যাত্রী উঠছে না বেশি যাত্রী উঠছে তা নজর রাখবে কে?'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola