শিক্ষাক্ষেত্রে আচার্যর ক্ষমতা খর্বের পথে রাজ্য, বিধানসভায় বিধি পেশ
এবার আচার্যর ক্ষমতা খর্বের পথে রাজ্য সরকার। বিধানসভায় বিধি পেশ পরিষদীয় মন্ত্রীর। কোর্ট বা সেনেট বৈঠক ডাকার ক্ষেত্রে বিধি বদল। আচার্যর বদলে বৈঠক ডাকতে লাগবে সরকারের অনুমতি। আচার্য নয়, উপাচার্যদের যোগাযোগের মাধ্যম উচ্চ শিক্ষাসচিব। আচার্যর প্রতিনিধি কে হবেন, তালিকা পাঠাবেন উচ্চ শিক্ষামন্ত্রী। কাকে উপাচার্য বাছবেন, আচার্যর সেই স্বাধীনতাও খর্ব হচ্ছে। সার্চ কমিটির তালিকার প্রথম নামেই দিতে হবে সিলমোহর।