'পুলিশের অস্ত্রে মণীশ-হত্যা,' বিস্ফোরক দাবি অর্জুনের, 'বাহুবলী রাজনীতির পরিণতি', পাল্টা তৃণমূল

Continues below advertisement
মণীশ শুক্লর খুন ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি! পুলিশের অস্ত্র দিয়ে খুন! নেপথ্যে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। বাহুবলী রাজনীতির এটাই পরিণতি! বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি করেছে তৃণমূল। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। রাজনৈতিক খুন, গোষ্ঠীদ্বন্দ্ব না ব্যক্তিগত আক্রোশ--মণীশ শুক্লর খুনের নেপথ্যে আসল কারণ কী? উঠে আসছে নানা তত্ত্ব। তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি। সামনে এসেছে নিরাপত্তায় গাফিলতির প্রসঙ্গও! বিজেপির তরফে অভিযুক্ত করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের দুই কর্তাকে। পাশাপাশি গেরুয়া শিবিরের তরফে অভিযুক্ত করা হয়েছে তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতাকেও। যদিও সেই অভিযোগ উড়িয়ে ঘাসফুল শিবিরের দাবি, "গোটাটাই ব্যারাকপুরের রাশ গেরুয়া শিবিরের কার হাতে থাকবে, সেই দ্বন্দের ফসল।" এমনকি, ব্যাক্তিগত শত্রুতার বিষয়টাও খতিয়ে দেখা উচিত, দাবি টিএমসির।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram