বীরভূমে ট্রেন লাইন ধরে বাড়ি ফেরার সময় অল্পের জন্য রক্ষা পরিযায়ী শ্রমিকদের
অল্পের জন্য ঔরঙ্গাবাদের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো গেল বীরভূমে। রেললাইন ধরে হেঁটে ঝাড়খণ্ডের বাড়িতে ফেরার সময় কোনওক্রমে প্রাণে বাঁচলেন ২০ জন পরিযায়ী শ্রমিক। জেলা প্রশাসন সূত্রে খবর, আলু চাষের জন্য ঝাড়খণ্ড থেকে পূর্ব বর্ধমানে এসেছিলেন ওই শ্রমিকরা। লকডাউনের জেরে আটকে পড়ায়, তাঁরা রেললাইন ধরে হেঁটে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেন।
Tags :
Bengal Worker Suicide COVID-19 Tally In Bengal Migrant Worker Death Coronavirus In West Bengal DISTRICT NEWS Nalhati Migrant Worker ABP Live Corona Death Abp Ananda Birbhum