Morning Headline : ট্যাংরায় রেক্সিনের গুদামে আগুন, ভোট মিটতেই ৬ কোটির বেশি চাকুরিজীবীর সঞ্চয়ে হাত ।Bangla News
ট্যাংরায় রেক্সিনের গুদামে ভয়াবহ আগুন। কয়েক কোটি টাকার ফ্লোর ম্যাট নষ্ট। পাঁচিল ভেঙে পড়ার আগেই আতঙ্কে বাড়ি ছাড়লেন বাসিন্দারা।
দমকলের জল শেষ, বালতি করে জল আনছেন স্থানীয়রা। এটাই এগিয়ে বাংলা! ট্যাংরাকাণ্ডে খোঁচা শুভেন্দুর। অস্তিত্বহীনের কথা গুরুত্বহীন, পাল্টা সুজিত।
গুদামের দাহ্য পদার্থ মজুত ছিল। সেখানেই ওয়েল্ডিং কাজ করতে গিয়েই আগুন? প্রাথমিক অনুমান দমকলের।
বিক্রমগড়ে রান্নার গ্যাস লিক। ধূপ জ্বালতেই বিস্ফোরণ। অগ্নিদগ্ধ অবস্থাতেই ছুটলেন মহিলা। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি।
ফ্রি স্কুল স্ট্রিটে গেস্ট হাউসে আগুন। বাংলাদেশি মহিলার মৃত্যু। অগ্নিদগ্ধ আরও ২। ১১টি ঘর পুড়ে ছাই। মালিক-সহ ৩জন গ্রেফতার।
মনোনয়নের শেষ দিনে রণক্ষেত্র মোহনবাগান। ব্যাট, উইকেট, বাঁশ নিয়ে তাণ্ডব। প্রাক্তন ফুটবলারের গাড়ি ভাঙচুর। বহিরাগত হামলা, দাবি ক্লাবের।
ক্লাবের ভোটেও ধুন্ধুমার। আহত ৩। ভোটের কথা জানানো হয়নি কেন? প্রশ্ন পুলিশের। ইলেকশন বোর্ডের ঘাড়ে দায় চাপালেন ক্লাব কর্তার।
ভোট মিটতেই ৬ কোটির বেশি চাকুরিজীবীর সঞ্চয়ে হাত। মূল্যবৃদ্ধির মধ্যেই কমল ইপিএফের সুদ। ২০২১-২২ অর্থবর্ষে ৮.৫ থেকে কমে হচ্ছে ৮.১ শতাংশ।