Morning Headlines: নিয়োগ মামলায় ফের হাইকোর্টে ভর্ৎসিত SSC | Bangla News

Continues below advertisement

নিয়োগ মামলায় ফের হাইকোর্টে (Calcutta High Court) ভর্ৎসিত এসএসসি (SSC)। প্রথমে প্রত্যাখ্যান, পরে গৃহীত হয় হলফনামা। মধ্যশিক্ষা পর্ষদকেও মামলায় যুক্ত করার নির্দেশ।

আরও ৫০০ বিতর্কিত চাকরিপ্রাপককে মামলায় যুক্ত করতে বলল হাইকোর্ট। কীভাবে সুপারিশপত্র? সোমবারের মধ্যে পর্ষদের হলফনামা তলব।

প্রাথমিক টেট (TET) উত্তীর্ণদের নিয়োগের দাবিতে সল্টলেকে ফের বিক্ষোভ। আত্মহত্যার হুমকি। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। শূন্য পদ মানেই সবাইকে নিয়োগ নয়, দাবি পর্ষদের।

চালচলন না বদলালে বাংলায় বিজেপির (BJP) বিলুপ্তি নিশ্চিত, বিদ্রোহের সুর চড়িয়ে ফের বিস্ফোরক তথাগত রায় (Tathagata Roy)। ঠিকই বলেছেন, কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

দেউচা পাঁচামি-তে বিক্ষোভের মুখে বিজেপি। গাড়ি ঘিরে স্লোগান, কালো পতাকা। নেপথ্যে তৃণমূল (TMC) বলে দাবি।

হাওড়ায় (Howrah) জমি বিলম্বে আটকে শিল্প, প্রশাসনিক বৈঠকে ভূমি দফতরকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। দ্রুত পদক্ষেপের নির্দেশ।

শিল্পে বাধা দিলে বরদাস্ত নয়, হাওড়ার প্রশাসনিক সভা থেকে পাঁচলার বিধায়ককে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বিএসএফের (BSF) এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তুঙ্গে সংঘাত। বিরোধিতায় বিধানসভায় প্রস্তাবের পাল্টা বিএসএফ দফতরে গিয়ে বিজেপির শুভেচ্ছা।

বিএসএফ-সংঘাতে প্রাইভেট নম্বর থেকে ফোনে হুমকির অভিযোগ উদয়নের, সন্দেহে বিজেপি। এরকম বলেই থাকেন, পুলিশে জানান, কটাক্ষ মিহিরের।

সিবিআই-ইডি অধিকর্তার মেয়াদবৃদ্ধির বিতর্ক। তৃণমূলের পর এবার মোদি সরকারের অর্ডিন্যান্স চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কংগ্রেস।

ত্রিপুরা আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক। তৃণমূলের মিছিলেও হামলা। আদালত অবমাননার অভিযোগে ফের সুপ্রিম কোর্টে মামলা। উস্কানির পাল্টা অভিযোগ বিজেপির।

কোচবিহারে একই পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষকের মৃতদেহ। খাটে পড়ে স্ত্রী-ছেলের দেহ।

ক্যাম্পাস খুলতেই ফের উত্তপ্ত যাদবপুর। অতীতে র‍্যাগিংয়ের শিকার ছাত্রকে ফের হেনস্থার অভিযোগ। বিক্ষোভের জেরে তদন্ত কমিটি গঠন।

শিশুদের যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে সরাসরি ত্বকের স্পর্শ জরুরি নয়।পকসো নিয়ে সুপ্রিম কোর্টে খারিজ বম্বে হাইকোর্টের বিতর্কিত রায়।

মমতার পরামর্শের পরেই রবীন্দ্রসঙ্গীতে মগ্ন মদন (Madan Mitra)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram