Morning Headlines: ভোপালে কমলা নেহেরু হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন, মৃত ৪ | Bangla News
মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ভোপালে কমলা নেহেরু হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন। চার শিশুর মৃত্যু। পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা।
১২ ঊর্ধ্বদের জন্য নিডল-ফ্রি জাইকভ-ডি প্রয়োগের প্রস্তুতিতে কেন্দ্র। এক কোটি ভ্যাকসিনের বরাতের সিদ্ধান্ত। প্রতি ডোজ মিলবে ৩৫৮ টাকায়।
রাজ্যে করোনায় (Corona) একদিনে ১৪ জনের মৃত্যু। সংক্রমিত ৬০৩ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়াচ্ছে নদিয়াও।
উত্তর ভারতের খাপ পঞ্চায়েতের ছায়া ডায়মন্ড হারবারে। চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মা-মেয়েকে নির্যাতন। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর।
আমেরিকার ছায়া কলকাতায় (Kolkata)। চোর সন্দেহে যুবককে রাস্তায় ফেলে বুকে পা সিভিক ভলান্টিয়ারের। ভিডিও প্রকাশ্যে আসতেই কাজ থেকে অব্যাহতি।
বাংলাতেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির (BJP) মিছিলে ধুন্ধুমার। দুদিক ব্যারিকেড দিয়ে ঘিরে আটকাল পুলিশ।
তেলে ভ্যাট কমানোর দাবিতে আজ ফের রাজ্যজুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ। বেলাগাম দাম বাড়িয়ে লোক দেখানো ছাড়, খোঁচা তৃণমূলের।
৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। রাজ্যকে ভ্যাকসিনও দেয় না, ভ্যাট (VAT) নিয়ে বিতর্কের মুখে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এপ্রিলে শিল্প সম্মেলনে রাজ্যপালকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বিদেশে গেলে লগ্নির জন্য দরবারের অনুরোধ, প্রস্তাব গ্রহণ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar), সহযোগিতার আশ্বাস।