Morning Headlines: সকালে কসবা, রাতে বেহালায় বিধ্বংসী আগুন ও অন্যান্য খবর ।Bangla News

Continues below advertisement

সকালে কসবা, রাতে বেহালায় বিধ্বংসী আগুন। চন্ডীতলায় পরপর কারখানায় আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। অধ্যক্ষের কাছে নালিশ। অন রেকর্ড বলেছি, প্রমাণ করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর। 
বিধানসভায় হুমকি? 

বোঝাই যাচ্ছে কারা চালায় এজেন্সি! কাঁথির ফাইল আছে আমার কাছে। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। রাজনৈতিকভাবে লড়ুন, পাল্টা শুভেন্দু। 
হুমকি-সংঘাত

কয়লাপাচারকাণ্ডে ফের সস্ত্রীক অভিষেককে ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। এভাবে তৃণমূলকে রোখা যাবে না, হুঙ্কার মমতার। 
সস্ত্রীক অভিষেককে তলব

বনগাঁ পুরবোর্ড  নিয়ে বিস্ফোরক প্রাক্তন ভাইস চেয়ারপার্সন। 

বিজেপির সমর্থনে খড়ারে বোর্ড গঠন বিক্ষুব্ধ তৃণমূলের! দল থেকেই বহিষ্কার। বিশেষ পরিস্থিতিতে দলের বিরুদ্ধে যেতে বাধ্য হওয়ার দাবি। 

কালনা পুরসভায় তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! জয়ের পরেই দল থেকে বিক্ষুব্ধ শহর সভাপতিকে বহিষ্কার। 

দলের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করতে চলেছে তৃণমূল। খড়ার পুরবোর্ডে ফের আনা হবে অনাস্থা প্রস্তাব, জানিয়ে দিলেন ফিরহাদ। 

বিধানসভাতেই এবার বাংলা ভাগের পক্ষে সওয়াল কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। দেশদ্রোহী বলে পাল্টা আক্রমণে ফিরহাদ। কড়া পদক্ষেপের দাবি।  

পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ফিরহাদ।  
চক্রান্তের মাথা কে?

ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে সিআইডি। সিবিআই তদন্তেই অনড় পরিবার। (স্ত্রী-সিবিআই তদন্ত চাই। 

মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে উত্তপ্ত বিধানসভা। ঝালদায় যতটা সরব বিরোধীরা, পানিহাটিতে নয় কেন? প্রশ্ন মমতার। দলদাস পুলিশ, পাল্টা শুভেন্দু। 

 ১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচন। ভোট পিছোচ্ছে না উচ্চমাধ্যমিকের জন্য। আজ উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা। 

 বালিগঞ্জ উপনির্বাচন বাম প্রার্থী সায়রা, আসানসোলে পার্থ মুখোপাধ্যায়। রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা কারাটের। 

ইউক্রেন ফেরত পড়ুয়াদের একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর। মেডিক্যাল পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ, স্টাইপেন্ড। মিলবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা।
‘রাজ্যেই পড়ার সুযোগ’।

ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এনএমসি-র গাইডলাইন বদলের আবেদন।

কারা খুন করল ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে? ভাড়াটে খুনির খোঁজে পুলিশ। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর হত্যার পিছনে কার মাথা? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

 কালনা থেকে কোচবিহার, পুরবোর্ড গঠন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল।  
চেয়ারম্যান নির্বাচন ঘিরে আজও অশান্তির আশঙ্কা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

ফের করোনার কবলে চিন, লাফিয়ে বাড়ছে সংক্রমণ, স্তব্ধ একাধিক শহর 
ভারতেও কি ফিরতে চলেছে সেই ভয়াবহ পরিস্থিতি? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

ভারতে সরকারি হিসেবের ১০ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে', দাবি ল্যানসেটের। ল্যানসেটের বক্তব্য ভিত্তিহীন, দাবি কেন্দ্রের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram