'বাড়ি স্যানিটাইজ করা হয়নি, মেলেনি কোনও সাহায্য', পানিহাটি পুরসভার বিরুদ্ধে অভিযোগ করোনা আক্রান্ত বধূর
Continues below advertisement
সন্তান-সহ করোনা আক্রান্ত বধূ। আক্রান্ত বধূর বৃদ্ধা মায়ের শরীরেও করোনা সংক্রমণ। বধূর ফ্ল্যাট থেকে কিছুটা দূরেই থাকেন বাবা-মা। নিজে আক্রান্ত হওয়ায় মায়ের কাছে যেতেও পারছি না, জানিয়েছেন বধূ। পাশাপাশি পানিহাটির পুরসভার বিরুদ্ধে কোনও সাহায্য মিলছে না বলে অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ, তাঁকে একঘরে করে রাখা হয়েছে, পাশাপাশি ফ্ল্যাট স্যানিটাইজ করা হয়নি। পাল্টা পুরসভার অভিযোগ, সেফ হোম যেতে বলা হলেও যাননি তিনি। পুরসভার তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক নির্মল ঘোষ।
Continues below advertisement