রাজগড়ে সিএএ সমর্থনে মিছিলে ধুন্ধুমার, বিজেপির প্রাক্তন বিধায়কের কলার ধরে টানলেন কালেক্টর !
মধ্যপ্রদেশের রাজগড়ে নাগরিক আইনের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার। বিজেপির প্রাক্তন বিধায়কের কলার ধরে টানলেন কালেক্টর। বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ। মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত কালেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। অন্যদিকে, ওই মিছিলে সামিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে ডেপুটি কালেক্টরকে ধাক্কা মারা ও চুল ধরে টানার অভিযোগ ওঠায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।