Municipal Election Case: মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় পুরভোট চায় রাজ্য, হাইকোর্টে হলফনামা| Bangla News

Continues below advertisement

হাইকোর্টে পুরভোট-মামলায় হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। 'মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফা ভিত্তিক ভোট। মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় বাকি ভোট চায় রাজ্য।' হাইকোর্টের (Kolkata High Court) হলফনামায় জানাল রাজ্য নির্বাচন কমিশন। 'নির্বাচন কমিশনের কাছে আছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম। কলকাতা ভোটে ব্যবহার করা হবে ৭ হাজার ২১০টি ইভিএম। নির্ধারিত দিনে গণনা না হলে হাতে থাকবে ৮ হাজার ৪৭৭ ইভিএম।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram