বাঁকুড়ার বড়জোড়ায় ৮ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা!
Continues below advertisement
বাঁকুড়ার বড়জোড়ায় বাবা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ, নিজের ৮ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাবা। গতকাল ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া থানার হরিরামপুর গ্রামে। গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দারা হরিরামপুরে একটি জমিতে বাবা ও ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলে রাজকুমার বাগদীকে শ্বাসরোধ করে খুন করে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন কালীরাম বাগদী। পরিবার সূত্রে খবর, কালীরামের শ্বশুরবাড়ি বড়জোড়ায়। গত কয়েকদিন তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকছিলেন। গতকাল সকালে তিনি ছেলেকে চুল কাটানোর নাম করে শ্বশুরবাড়ি থেকে বের হন। তারপর বিকেলে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে প্রাথমিক সন্দেহ পুলিশের।
Continues below advertisement
Tags :
Father-Son Death Harirampur Borjora Death Of Father And Son Mysterious Death Bankura Abp Ananda