' কোনও কাজ নেই, ভিন রাজ্যে যাওয়া ছাড়া উপায় কি! ', দিকে দিকে পরিযায়ী বিক্ষোভ
লকডাউন কেড়েছিল কাজ। প্রাণে বাঁচতে ভিনরাজ্য থেকে ফিরেছিলেন ঘরে। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকলেও ওরা ফের ফিরতে চাইছে ভিনরাজ্যে। মেলেনি একশো দিনের জব কার্ড বা রেশন কার্ড। এখানে খাবার নেই, কাজ নেই। কী করে চলবে আমাদের? সরকার কোনও অনুদান দেয়নি। ফিরে যেতে হবে, জানালেন এক পরিযায়ী শ্রমিক।
Tags :
ABP News Live Bengali ABP Ananda LIVE Corona In Bengal Migrant Workers Abp Ananda Lockdown Coronavirus