লিখিতভাবে আসেনি সরকারি নির্দেশিকা, পুরুলিয়ায় দোকান বন্ধ করল পুলিশ
Continues below advertisement
তৃতীয় দফার লকডাউনে গ্রিন জোনে দোকান খোলায় ছাড়। যদিও পুরুলিয়ায় দেখা গেল অন্য ছবি। এদিন বেশ কয়েকটি দোকান খুললেও, মাইকে প্রচার চালিয়ে দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। সরকারি নির্দেশিকা লিখিতভাবে না পাওয়ায় এই সিদ্ধান্ত, দাবি পুলিশ প্রশাসনের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, তৃতীয় দফা লকডাউনের প্রথম দিন ঝাড়গ্রাম শহরে এদিন বেশ কয়েকটি দোকান খোলে। তবে দ্রুত তা বন্ধ করে দেয় পুলিশ। সরকারি তরফে লিখিত নির্দেশ না পাওয়ায় বন্ধ রাখা হয়েছে দোকান। দাবি পুলিশ প্রশাসনের।
Continues below advertisement
Tags :
Shops Open Center Guidelines Lockdown 3.0 Lockdown Extention Purulia Abp Ananda Lockdown Jhargram