শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজে অমিল মাস্ক-স্যানিটাইজার
Continues below advertisement
করোনা আতঙ্কে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজে মাস্ক, স্যানিটাইজার মিলছে না বলে অভিযোগ তুলেছেন চিকিৎসক এবং কর্মীরা। অভিযোগ, হাসপাতাল থেকে কার্যত উধাও এন-৯৫ মাস্ক। তলানিতে এসে ঠেকেছে সাধারণ সার্জিক্যাল মাস্কের জোগানও। যদিও এই অভিযোগ মানতে নারাজ ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ।
Continues below advertisement
Tags :
No Hand Sanitiser Dr. R. Ahmed Dental College And Hospital No Mask Coronavirus Symptoms Abp Ananda Coronavirus