আর কোনও করোনা আক্রান্তের বাড়ি ব্যারিকেড দিয়ে ঘেরা নয়, সিদ্ধান্ত নিল রাজ্য
Continues below advertisement
লড়াইটা রোগের সঙ্গে, রোগীর সঙ্গে নয়। করোনাকালে প্রথম থেকেই এই বার্তা দিয়ে আসছে সরকার। কিন্তু সেকথা শুনছে কে? কখনও কেষ্টপুরের মত জায়গায় প্রতিবেশীর দরজায় তালা ঝুলিয়ে দিচ্ছেন প্রতিবেশী, কখনও কোচবিহারে করোনা-আক্রান্ত বাবার মুখাগ্নি করতে আপত্তি করছেন ছেলে। মনোবিদরা বলছেন এসব দেখে আরও ভেঙে পড়ছেন করোনা রোগীরা। এমন পরিস্থিতিতে, কোভিড কেয়ার নেটওয়ার্কের আহ্বায়ক অভিজিৎ চৌধুরীর আবেদনে সাড়া দিয়ে, বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে আর কোনও করোনা-আক্রান্তের বাড়ি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হবে না।
Continues below advertisement
Tags :
COVID Barricade COVID Care Network Abhijit Chowdhury ABP Live COVID State Government Abp Ananda Coronavirus