বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহত এক পরিযায়ী শ্রমিক, দাবি প্রত্যক্ষদর্শীদের, অস্বীকার রেলের
৬ মাসের ব্যবধানে ফের বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। সকাল দশটা পঁচিশ নাগাদ ভেঙে পড়ল স্টেশনের মূল প্রবেশ দ্বারের ফলস্ সিলিং। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনায় আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। যদিও রেলের বক্তব্য, কেউ আহত হননি। এর আগে এ বছরের ৪ জানুয়ারি রাতে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের মূল প্রবেশ দ্বারের ওই অংশটিই। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়। পরে ভেঙে পড়া অংশটি পুনর্নির্মাণ করা হয়।
Tags :
False Celling Collapsed Accident In Burdwan Station Migrant Worker Injured Eastern Railway Abp Ananda Burdwan Station