নারী দিবসের উজ্জ্বল ছবি: মহিলাদের হাতে পুরী-দিঘা এক্সপ্রেস চালানোর ভার
Continues below advertisement
যে হাতে রাঁধেন, বাড়েন, সেই হাতেই চালালেন এক্সপ্রেস ট্রেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ এমন ঘটনার সাক্ষী থাকলেন পুরী-দিঘা এক্সপ্রেসের যাত্রীরা। সকাল ৬টা ৪০-এ খগড়পুর স্টেশন থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দিল ট্রেন। খড়গপুর-দিঘা লাইনে এই প্রথমবার মহিলাদের হাতে ট্রেন চালানোর ভার। চালক থেকে শুরু করে ট্রেনের টিটি, গার্ড সবাই মহিলা। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি যাত্রীরাও।
Continues below advertisement