কেঁচো সারে কামাল! ৮ কেজি ওজনের ফুলকপি ফলালেন জলপাইগুড়ির আমবাড়ির কৃষক
Continues below advertisement
কেঁচো সারে কামাল করলেন জলপাইগুড়ির আমবাড়ির কৃষক। ৮ কেজি ওজনের ফুলকপি ফলিয়ে গড়লেন নজির। খুশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি বিভাগের বিজ্ঞানীরা।
বাজার চলতি সবজিতে কীটনাশক ও রাসায়নিকের অবশেষ নিয়ে চিন্তার শেষ নেই। তাই চাহিদা বাড়ছে জৈবসারে উত্পাদিত সবজির। কিন্তু ফসলের গুণমান ভাল হলেও উত্পাদন কম হওয়ার অভিযোগ তুলে জৈব চাষে উত্সাহিত হন না কৃষকরা। এবার সেই অভিযোগই নস্যাত্ করে দিলেন জলপাইগুড়ির আমবাড়ির কৃষক মনোজ সরকার। তাঁর দাবি, শুধু কেঁচো সার ব্যবহার করেই ৮ কেজি ওজনের ফুলকপি ফলিয়েছেন তিনি।
Continues below advertisement