Radhika Anant Sangeet Ceremony: অনন্ত-রাধিকার বিয়েতে জাস্টিন বিবারের পারফর্ম্যান্স নিয়ে তুঙ্গে উন্মাদনা
Anant Ambani, Radhika Merchant sangeet live updates: আম্বানি পরিবারে এখন উৎসবের আমেজ। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, আড়ম্বরে খামতি নেই! ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন মুকেশ-পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। সেই উপলক্ষ্যেই চলছে দীর্ঘ উদযাপন। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলে প্রাক-বিবাহ অনুষ্ঠান । অনুষ্ঠানের আয়োজন করা হয় গুজরাতের জামনগরে। উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। সপরিবারের ছিলেন দেশ-বিদেশের উদ্যোগপতিরা । বাদ যাননি ক্রীড়াজগতের তাবড় তারকারাও। প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল নারায়ণ সেবার মাধ্যমে। সাধারণ মানুষের জন্য ছিল এলাহি ভোজের আয়োজন । প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন আন্তর্জাতিক শিল্পী রিহানা । বিয়ের অনুষ্ঠানের শুরুতে আম্বানি পরিবারের তরফে হয় গণবিবাহের আয়োজন। প্রায় পঞ্চাশের বেশি যুগলের বিয়ে দেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। ইতিমধ্যেই 'মামেরু' রীতি পালনের মাধ্যমে শুধু হয়েছে বিয়ের অনুষ্ঠান । বিয়ের অনুষ্ঠানে রয়েছে পপ তারকা জাস্টিন বিবারের পারফর্ম্যান্স। গুজরাতি রীতি মেনে সম্পন্ন হবে অনন্ত-রাধিকার বিয়ে। অনেকের কথায় যা হতে চলেছে 'বছরের শ্রেষ্ঠ বিয়ে'।