স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চায়েতে পুনর্নিযুক্ত, প্রতিবাদে তারকেশ্বরে পঞ্চায়েত অফিস ঘেরাও
Continues below advertisement
স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পঞ্চায়েতে পুনর্নিয়োগ ঘিরে হুগলির তারকেশ্বরে পঞ্চায়েত অফিস ঘেরাও গ্রামবাসীদের। অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, গত বছরের ৯ এপ্রিল, বালিগড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা কাজল দাসের স্বামী রাজেশ দাসের মারধরে মারা যায় দশম শ্রেণির ওই পড়ুয়া। সেই মামলা এখনও বিচারাধীন। গত বছরের ডিসেম্বর মাসে, পঞ্চায়েতের অস্থায়ী কর্মী পদে নিয়োগ করা হয় তৃণমূল নেতা রাজেশ দাসকে। তার প্রতিবাদে আজ সকাল থেকে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গেলে, পুলিশের কাছ থেকে অভিযুক্ত তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপির অভিযোগ, অভিযুক্ত শাসকদলের নেতা হওয়ায়, তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের দাবি, ওই তৃণমূল নেতা দোষী সাব্যস্ত হননি। ফলে তাঁকে নিয়োগ করার ক্ষেত্রে কোনও বাধা নেই
Continues below advertisement