Panihati Murder : ভেতরের লোকই ষড়‌যন্ত্র করেছে, রাজনীতিতে ‌যোগ দিতে চেয়ে বললেন অনুপম পত্নী ।Bangla News

Continues below advertisement

সদ্য স্বামীকে হারিয়েছেন। সেই স্বজন হারানোর যন্ত্রণার মধ্যেই, এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান, পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী। সিআইডি তদন্তের দাবি জানিয়ে, তিনি বলেছেন, যা বলার তা মুখ্যমন্ত্রীকেই বলবেন' "আমায় ‌যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ‌যেন একবার দেখা করতে দেওয়া হয়। ভেতরের কেউ খবর দিচ্ছে। গতিবিধীর ওপর নজর রেখেছে। ‌যাদের সঙ্গে ওঠাবসা তারাই ষড়‌যন্ত্র করেছে।" বললেন পানিহাটি কাউন্সিলর অনপম দত্তের স্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram