রাজ্যপাল ধনকড়কে চিঠি পার্থর, সঙ্গে ট্যুইটও

Continues below advertisement
রাজ্য-রাজভবন সংঘাতের আবহেই এবার রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর চিঠি। চিঠিতে যাদবপুর ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান স্থগিত হওয়ার কারণ ব্যাখ্যা পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রীর চিঠিতে উল্লেখ, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সামিল হয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। রাজ্য সরকারও এর বিরোধিতা করছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় যেহেতু স্বশাসিত সংস্থা, তাই রাজ্য সরকার হস্তক্ষেপ করে না। পাশাপাশি, স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষায় কী কী উন্নতি হয়েছে, তার বিস্তারিত রিপোর্টও চিঠির সঙ্গে রাজ্যপালকে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। বিষয়টি জানিয়ে রাজ্যপালকে ট্যুইট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে শিক্ষামন্ত্রী লিখেছেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর চিঠিটি সোশাল মিডিয়ায় তুলে ধরায়, তিনিও একই পদ্ধতি অনুসরণ করেছেন। ট্যুইট করেই এর জবাব দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লিখেছেন, এটা ইটের পরিবর্তে পাটকেল ছোড়ার সময় নয়। আশা করব, মুখ্যমন্ত্রীর কথা মতো সব কিছু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে। এর আগে যাদবপুরকাণ্ডের প্রেক্ষিতে ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যপাল। ২৬ তারিখ তার জবাব দেন মুখ্যমন্ত্রী। সেখানে আলোচনার কথা জানানো হয়। তবে আলোচনা দূর অস্ত। এই আবহে ফের নতুন করে রাজ্য-রাজ্যপাল সংঘাতের সম্ভাবনা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram