Bengal Partial Lockdown: জীবন-জীবিকার টানাপোড়েন, কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট লোকে-লোকারণ্য, উধাও দূরত্ববিধি

দেশজুড়ে বাঁধ ভাঙা করোনা (Corona) সংক্রমণ। পরিস্থিতি যে আর কত ভয়ঙ্কর হবে, তার ঠিক নেই। বলগাহীন করোনায় ফের একবার দেশে একদিনে চার লক্ষের বেশি করোনা আক্রান্ত হলেন। সংক্রমণ রুখতে বাংলাতে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন (Local Train) চলাচল। কিন্তু রুজিরুটির টানে যাদের পথে বেরোতেই হয়, কর্মসংস্থানে পৌঁছাতে তাঁদের ভোগান্তিও চূড়ান্ত পর্যায় পৌঁছেছে। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। লোকাল ট্রেন বন্ধের পর নদিয়ার (Nadia) সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা। যাত্রীদের মুখে মাস্কের দেখা মিললেও বালাই নেই সামাজিক দূরত্বের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola