করোনাকালে নয় রাজনৈতিক কর্মসূচি, নির্দেশ মুখ্যমন্ত্রীর, ‘বিধি মেনেই আন্দোলন’, সুর চড়াল বিরোধীরা
Continues below advertisement
করোনা পরিস্থিতিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। এর প্রতিবাদে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্দোলন চলবে, জানাল বাম-কংগ্রেস। সোমবার রেড রোডে তাঁদের মানববন্ধন কর্মসূচি। একই সুর গেরুয়া শিবিরেও। "সরকার চুরি করবে আর প্রশাসন দিয়ে জবরদস্তি আমরা হতে দেব না," কড়া বার্তা রাহুল সিনহার। অন্যদিকে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে তৃণমূল পদক্ষেপ নেবে, আশ্বাস খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
Continues below advertisement
Tags :
Loctus ABP News Live Bengali ABP Ananda LIVE Coronavirus In Bengal Corona Abp Ananda Nabanna BJP TMC Mamata Banerjee