হুগলির পোলবায় পুকুরে পুলকার, গুরুতর আহত ৫ পড়ুয়া সহ ৬
হুগলির পোলবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার। গুরুতর আহত চালক সহ ৫ পড়ুয়া। ২ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি আইসিইউ-তে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের জনাদশেক পড়ুয়া নিয়ে পুলকারটি শ্রীরামপুর থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ের দিকে স্কুলে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টা নাগাদ পোলবার কামদেবপুর মোড়ে দিল্লি রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় পুলকারটি। আহত পড়ুয়া ও পুলকার চালক চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি