Post Poll Violence: ঝাড়গ্রামে BJP কর্মীকে খুনের মামলায় তিনজনের ছবি প্রকাশ করে হুলিয়া জারি CBI-এর|Bangla News

Continues below advertisement

ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় ৩ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই। দেবেন সরেন, রাজকিশোর মাহাতা ও হরেকৃষ্ণ মাহাতা এই তিনজনের ছবি প্রকাশ করে, তাদের ধরার জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২১-এর ৬ মে জামবনি থানায় অভিযোগ দায়ের করেন ফগল মান্ডি। অভিযোগে তিনি বলেন, আগের দিন অর্থাৎ ৫ মে, তাঁর দাদাকে রাজনৈতিক কারণে খুন করা হয়। সেই খুনের মামলার তদন্তভার নেয়ে সিবিআই (CBI)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram