চিকিৎসার জন্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে আনা হচ্ছে কলকাতায়
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে আজই আনা হচ্ছে কলকাতায়। এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনা হবে অসুস্থ রবীন্দ্রনাথ ঘোষকে। ভর্তি করা হবে এসএসকেএম হাসপাতালে। পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নেন। ফোন করেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি।