ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট দেখতে ইডেনে উপস্থিত থাকবেন রানি মুখোপাধ্যায়
Continues below advertisement
ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট দেখতে ইডেনে উপস্থিত থাকবেন রানি মুখোপাধ্যায়। কালই কলকাতায় আসবেন রানি। ১৩ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘মর্দানি টু’। কাল শহরে এসে ছবির প্রচার সারবেন রানি। যাবেন সেন্ট জেভিয়ার্স গ্রাউন্ডে। প্রচারের ফাঁকেই স্টেডিয়ামে যাবেন রানি। পিঙ্ক বল টেস্টের সাক্ষী থাকবেন। কিছুদিন আগেও সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’-র এপিসোডের শ্যুটিং করতে কলকাতায় এসেছিলেন রানি।
Continues below advertisement