রথ সাজলেও চাকা গড়াল না মাহেশে, কোচবিহারে গাড়ি চড়ে মাসির বাড়ি পাড়ি মদনমোহনের
Continues below advertisement
সাজানো হলেও রথ টানা হবে না মাহেশে। ৬২৪ বছরে পা দিল মাহেশের রথযাত্রা। রথ সাজানো হলেও করোনা আবহে রশিতে টান পড়বে না। সকালে মন্দির থেকে বের করে বারান্দায় রাখা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। পুন্যার্থীদের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি। মন্দিরে মাস্ক পড়ে ঢোকা বাধ্যতামূলক। অন্যদিকে কোচবিহারেও গড়াবে না শতাব্দী প্রাচীন রথের চাকা। রথের বদলে এবার গাড়ি করে জগন্নাথ পাড়ি দেবেন মাসির বাড়ি।
Continues below advertisement
Tags :
Rathyatra 2020 ABP News Live Bengali ABP Ananda LIVE Mahesh Coochbehar Hooghly Rathyatra Abp Ananda