Reporter Stories: নামখানার পাতিবুনিয়ায় চলছে নিখোঁজ ট্রলারের সন্ধান, খোঁজ নেই ৬ মৎস্যজীবীর
Continues below advertisement
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ট্রলারডুবি। নিখোঁজ ৭ জন মৎস্যজীবী। ঘূর্ণিঝড় বুলবুলের জন্য প্রশাসনের সতর্কবার্তা পেয়ে রায়দিঘিতে ফিরছিল সাগরকন্যা ২ নামে ট্রলারটি। বিদ্যা নদীতে ঝোড়ো হাওয়ার দাপটে সেটি উল্টে যায়। ৩ জন মৎস্যজীবী সাঁতরে পাড়ে ওঠেন। বাকি ৭ জন এখনও নিখোঁজ। নামখানার পাতিবুনিয়াতেও নিখোঁজ একটি ট্রলার। খোঁজ মেলেনি ওই ট্রলারের ৬ জন মৎস্যজীবীর।
Continues below advertisement