Reporter Stories: নৈহাটিতে বিস্ফোরণে লন্ডভন্ড চুঁচুড়ার একাংশ, একদিন পরও আতঙ্ক
Continues below advertisement
নৈহাটিতে বিস্ফোরণের পর কার্যত লন্ডভন্ড গঙ্গার ওপারের চুঁচুড়ার একাংশ। একের পর এক বাড়ির দরজা ও জানালা ভেঙে যাওয়ায় তীব্র আতঙ্ক চেপে বসেছে নদীপারের বাসিন্দাদের। বেশ কয়েকজন আহতও হয়েছেন। বাবুগঞ্জ, বকুলতলা, জোড়াঘাট এলাকায় চেনা ছন্দ উধাও। সর্বত্র বিস্ফোরণের তীব্রতা নিয়ে আলোচনা। কেউ কেউ ঝুঁকি না নিয়ে সন্তানদের দূরের আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।
Continues below advertisement