Reporter Stories: জলপাইগুড়ির চা বাগানে মিলল চিতাশাবক, বনে ফেরানোর চেষ্টায় বনদপ্তর

জলপাইগুড়ির বানারহাটে হলদিবাড়ি চা বাগানে মিলল চিতাবাঘের দুটি শাবক। এলাকায় আতঙ্ক। বন্ধ বাগানের একটি সেকশনের কাজ। গতকাল পাতা তোলার কাজ চলাকালীন হলদিবাড়ি চা বাগানের ২৫ নম্বর সেকশনের শ্রমিকরা দেখতে পান, বাগানের নালার মধ্যে আটকে পড়েছে চিতাবাঘের দুটি শাবক। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি রেঞ্জের বন দফতরে। বন কর্মীরা এসে জায়গাটিকে ঘিরে ফেলেন। বন্ধ রাখা হয় ওই সেকশনের কাজ। রেঞ্জার জানিয়েছেন, মা চিতাবাঘ এসে শাবকদুটিকে নিয়ে যাবে বলে অপেক্ষা করা হচ্ছে। শাবকদুটিকে মানুষ স্পর্শ করলে, স্বাভাবিক নিয়মে মা তাদের গ্রহণ করবে না। সেই আশঙ্কা থেকেই মা চিতাবাঘের জন্য অপেক্ষা করা হচ্ছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola