Reporter Stories: সিএএ-এনআরসি সমর্থনে আসানসোলে বিজেপির মিছিল, উত্তেজনা
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আসানসোলে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। আজ বিবি কলেজ মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল করার কথা বিজেপির। উপস্থিত থাকার কথা দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার। তবে বিজেপির মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। মিছিল আটকাতে মুরগাশোলে তৈরি করা হয়েছে ব্যারিকেড। যদিও মিছিলে অনড় বিজেপি।