ত্রুটি থাকায় বাতিল দীনেশ বাজাজের মনোনয়ন, রাজ্যসভার পঞ্চম আসনে বিকাশ ভট্টাচার্যের জয় নিশ্চিত
বাংলা থেকে রাজ্যসভার পঞ্চম আসনে দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল। ত্রুটি থাকায় স্ক্রুটিনিতে নির্দল প্রার্থী বাজাজের মনোনয়ন বাতিল। ফলে ভোট হবে না। পঞ্চম আসনে জোট প্রার্থী বিকাশ ভট্টাচার্যের জয় নিশ্চিত। রাজ্যসভার ভোটের স্ক্রুটিনির আজই ছিল শেষ দিন। বাজাজকে সমর্থন জানায় তৃণমূল। বাংলা থেকে রাজ্যসভায় হচ্ছে না কোনও ভোটাভুটি।
Tags :
Trinamool Candidates Mousam Nur Subrata Baksi Arpita Ghosh Tmc Candidates For Rajyasabha Rajyasabha Election Dinesh Bajaj International Womens Day Dinesh Trivedi Abp Ananda Mamata Banerjee