লকডাউন নিয়ে ছেলেখেলা করছে রাজ্য সরকার, কটাক্ষ দিলীপের
আনলক-৪ নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই শুরু কেন্দ্র-রাজ্য তরজা। "লকডাউন নিয়ে রাজ্য সরকার ছেলেখেলা করছে, ৪ বার লকডাউনের তারিখ পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে যে লকডাউন নিয়ে রাজনীতি চলছে রাজ্যে, সে কারণেই কেন্দ্রের থেকে অনুমতি নিতে বলা হয়েছে," প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
Tags :
Open Air Theater Unlock Guidelines Unlock 4.0 ABP Live Metro Services Cinema Hall Education School September Entertainment College Swimming Pool Sports Abp Ananda Dilip Ghosh