প্রকাশ্যে তৃণমূলের উদ্দেশে হুমকি, বীরভূম জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
Continues below advertisement
প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্ক তৈরি করেছেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তাঁর বিরুদ্ধে এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সাঁইথিয়া থানার পুলিশ। শনিবার একটি সভা থেকে তৃণমূলের উদ্দেশে হুমকি দেন বীরভূমের জেলা বিজেপি সভাপতি। তিনি বলেন, ‘সাঁইথিয়াতে তিন-চার জন নেতা আছে যাঁরা যে দল ক্ষমতায় থাকে, সেই দলে থাকে...সোশাল মিডিয়ায় আপনারা দেখে থাকবেন, কোনও বুনো হাতি গ্রামে ঢুকে গেলে, ঘর বাড়ি ভাঙলে প্রথমে বনকর্মীদের ডাকা হয়...তাঁরা ঘুমপাড়ানি ওষুধ দেয়...তাতেও যদি শান্ত না হয়...তাহলে তাদের গুলি করে মারে...তাই আমি বিজেপি কর্মীদের বলছি...এখানে ওই সব তৃণমূল নেতারা যদি গুন্ডামি করে, মারধর করে...তাহলে প্রথমে আপনারা ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করবেন, তাতে কাজ না হলে, তাঁদের চিরতরে ঘুম পাড়িয়ে দেবেন...।’
জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে হুমকি, ভীতি প্রদর্শন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এনিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও। জেলা সহ সভাপতি অভিজিত্ সিংহ বলেছেন, ‘বীরভূমের বিজেপি সভাপতি গুলি করা নিদান দিচ্ছেন। নিশ্চয়ই তাদের কাছে গুলি-বোমা মজুদ আছে। পুলিশ সেগুলো উদ্ধার করুক। বিজেপির কালচার যোগী আদিত্যনাথের মতো। অশান্ত করার জন্য এটা করেছে তার কাজ করেছে।’
বিজেপির জেলা সভাপতি অবশ্য পাল্টা পুলিশ-তৃণমূল আঁতাঁতের অভিযোগে সরব। তিনি বলেছেন, ‘বীরভূম জেলার পুলিশকে তৃণমূল চালায়। পুলিশ আমাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিবে সেটা জানি। বীরভূমের তৃণমূলের নেতা কাজল শেখ, অনুব্রত মণ্ডলরা যখন হুমকি দেয় , তখন তা পুলিশের নজরে আসে না।’
কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছিল গুলি চালানোর হুমকি। এই হুমকির জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ও বামেরা। এবার বীরভূমের জেলা বিজেপি সভাপতির হুমকির প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে হুমকি, ভীতি প্রদর্শন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এনিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও। জেলা সহ সভাপতি অভিজিত্ সিংহ বলেছেন, ‘বীরভূমের বিজেপি সভাপতি গুলি করা নিদান দিচ্ছেন। নিশ্চয়ই তাদের কাছে গুলি-বোমা মজুদ আছে। পুলিশ সেগুলো উদ্ধার করুক। বিজেপির কালচার যোগী আদিত্যনাথের মতো। অশান্ত করার জন্য এটা করেছে তার কাজ করেছে।’
বিজেপির জেলা সভাপতি অবশ্য পাল্টা পুলিশ-তৃণমূল আঁতাঁতের অভিযোগে সরব। তিনি বলেছেন, ‘বীরভূম জেলার পুলিশকে তৃণমূল চালায়। পুলিশ আমাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিবে সেটা জানি। বীরভূমের তৃণমূলের নেতা কাজল শেখ, অনুব্রত মণ্ডলরা যখন হুমকি দেয় , তখন তা পুলিশের নজরে আসে না।’
কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছিল গুলি চালানোর হুমকি। এই হুমকির জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ও বামেরা। এবার বীরভূমের জেলা বিজেপি সভাপতির হুমকির প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
Continues below advertisement