সুশান্ত মৃত্যু তদন্তে গৌরব আর্যকে সমন ইডির। ৩১ অগাস্ট সকাল ১১টায় হাজিরার নির্দেশ, অর্থ তছরুপ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছে ইডি। গৌরব আর্যর বাড়ির বাইরে লাগানো হল নোটিস।