‘সহজ-সরল মানুষ ছিল তাপস, খেতে ভালবাসত’, মন্তব্য মাধবী মুখোপাধ্যায়
প্রয়াত অভিনেতা তাপস পাল। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোররাতে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু। বয়স হয়েছিল ৬১ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন এই অভিনেতা। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। গতকাল রাতে কলকাতায় ফেরার সময়, বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করেন তাপস পাল। হাসপাতালে ভর্তি করার পর, রাত ৩টে ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
Tags :
Madhabi Mykherjee Former TMC MP Tapas Paul Former TMC MP Tapas Paul Bengali Actor Tapas Pal Abp Ananda Demise