ফিরে দেখা: রোজভ্যালিকাণ্ডে জামিনের পর হাসপাতালে শুয়েই সাক্ষাৎকার দিয়েছিলেন তাপস পাল
Continues below advertisement
অভিনয় জগত থেকে এসেছিলেন রাজনীতিতে। নাম জড়ায় চিটফান্ড দুর্নীতিতে। ২০১৬-য় রোজভ্যালিকাণ্ডে তাঁকে গ্রেফতার করে সিবিআই। ১৩ মাস পর, ২০১৮-র ৪ ফেব্রুয়ারি মুক্তি পান তাপস পাল। গ্রেফতার পর্বেই ভর্তি হন ভুবনেশ্বরের হাসপাতালে। জামিনে মুক্তির পর, হাসপাতালে শুয়েই কথা বলেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি প্রকাশ সিন্হার সঙ্গে। আজকের দিনে ফিরে দেখা সেই কথোপকথন।
Continues below advertisement
Tags :
Former TMC MP Tapas Paul Former TMC MP Exclusive Interview ??????? Tapas Paul Bengali Actor Tapas Pal Abp Ananda Demise