লকডাউনে বন্ধ যানবাহন, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মানুষ তাই বেছে নিচ্ছেন সাইকেল!
বিকল্প বাহন হিসেবে বাড়ছে সাইকেলের জনপ্রিয়তা। যশোর রোড থেকে ভিআইপি। সকাল থেকে রাস্তায় সাইকেলের ভিড়। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অনেকেই বেছে নিচ্ছেন সাইকেলকে। যেসব রাস্তায় যানবাহনের কোলাহলে কান পাতা দায় হতো, সেখানে এখন শোনা যাচ্ছে সাইকেলের বেলের শব্দ।