‘উমপুন-ত্রাণের ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের কথা স্বীকার করেছে সরকার’, মন্তব্য সুজন চক্রবর্তীর
Continues below advertisement
ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা ও ক্ষতিপূরণ যারা পেয়েছে, সেই তালিকা পঞ্চায়েত স্তর পর্যন্ত দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, তা দেখে নেওয়া হবে। প্রয়োজনে থানায় ডায়েরি করব। সরকারকে স্বীকার করতে হল ত্রাণের বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। পুরসচিব, স্বাস্থ্যসচিব, খাদ্যসচিকে সরাবেন, আর মন্ত্রীরা? তারা কি সবাই ঠিকঠাক? লকডাউনের তত্ত্বের সঙ্গে আমরা একমত নই, সর্বদলীয় বৈঠকের পর জানালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
Continues below advertisement
Tags :
Sujan Chakroborty ABP News Live Bengali All Party Meeting ABP Ananda LIVE Amphan Corona Abp Ananda Nabanna TMC Congress BJP