নারকেলের দামে হাফ সেঞ্চুরি, তবুও লক্ষ্মী পুজোয় বাড়ি বাড়ি চলছে নাড়ু তৈরির আয়োজন
Continues below advertisement
আজ লক্ষ্মী পুজো। তবে তিথি অনুযায়ী এবছর শুক্র ও শনি দুই দিন ধরে পড়ছে লক্ষ্মী পুজো। আজ ৫টা ৪৬ মিনিট থেকে আগামীকাল রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি। তাই দুইদিন সন্ধ্যায় পুজোর বিধান রয়েছে। আর এই পুজো মানেই বাড়িতে নারকেল নাড়ু তৈরির তোড়জোড়। সাবেকি বাড়িগুলিতে হরেক রকম নাড়ু তৈরির চল রয়েছে। নারকেলের দাম বাড়লেও সেই রীতি চলেছে পুরোনো মেজাজে।
Continues below advertisement