ত্রাণ বণ্টন ঘিরে হিঙ্গলগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
Continues below advertisement
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টন ঘিরে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ত্রাণের সমবণ্টনের দাবিতে গতকাল তৃণমূল পরিচালিত হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েতে যান এলাকার বিজেপি কর্মীরা। এই নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে তাঁদের বচসা হয়। অভিযোগ, পরে ওই বিজেপি কর্মীদের মারধর করেন তৃণমূল কর্মীরা। লাঠি, বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়। তিন বিজেপি কর্মী বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, রাজনীতি করতেই এধরনের কথা বলছে বিজেপি। গতকাল বসিরহাটে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ত্রাণ নিয়ে রাজনীতি করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরও উঠল ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ।
Continues below advertisement