জমি বিবাদে উত্তপ্ত গড়বেতা, বাঁশ দিয়ে মহিলাদের 'বেধড়ক মার' তৃণমূল নেতার
জমি বিবাদের জেরে উত্তপ্ত গড়বেতা। বাঁশ দিয়ে মহিলাদের বেধড়ক মার তৃণমূল নেতার। জমিজায়গা নিয়ে মামলা চলছে আদালতে। অভিযোগ, তৃণমূল নেতা শিবরাম পণ্ডিত সেই জমিতেই অবৈধভাবে নির্মাণ করার চেষ্টা করায় বিবাদ বাধে। এবং তার জেরেই তিনি কয়েকজন মহিলাকে বাঁশ দিয়ে পেটান বলে অভিযোগ।
Tags :
Disputed Land TMC Leader Beating Women Shibram Pandit Garbeta ABP Live Tmc Leader Court Abp Ananda TMC