বিজেপির বিরুদ্ধে কীভাবে প্রচার, বৈঠকে তৃণমূল
Continues below advertisement
বিজেপির বিরুদ্ধে কীভাবে প্রচার, বৈঠকে তৃণমূল। এই বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, প্রশান্ত কিশোর। তৃণমূল বিধায়কদের সঙ্গে নেতৃত্বের ভিডিও কনফারেন্স। তৃণমূল নেতৃত্বের বার্তা, ‘বিজেপি সোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার চালাচ্ছে। ১৩ মে থেকে প্রথম দফার প্রচারে নামছে তৃণমূল। ভিডিও কনফারেন্স, সোশাল মিডিয়ার মাধ্যমে প্রচার। প্রথম দফায় সোশাল মিডিয়ায় প্রচারে ৫০ বিধায়ক। গুজরাতে করোনায় অনেক মৃত্যু, তাও বাংলার বদনাম। বাংলার অবস্থা সবচেয়ে খারাপ, এমন দেখানোর চেষ্টা করছে বিজেপি। ২টি ট্রেনে পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন, আরও ৭-৮টি ট্রেন আসছে, সবাইকেই ফেরানো হবে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার।’ প্রশান্ত কিশোর বলেছেন, ‘১৫ হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, ক্ষোভ স্বাভাবিক। মানুষের সেই ক্ষোভকে প্রশমিত করতে হবে। রেশন যাতে সবার কাছে পৌঁছয়, তা দেখতে হবে। রেশন নিয়ে কোনও খবরদারি করা চলবে না। যার কার্ড, রেশন পাবেন তিনিই। রেশন নিয়ে প্রচার চালাতে হবে, বোঝাতে হবে। তৃণমূল পাশে আছে, এটা বোঝাতে হবে।’
Continues below advertisement
Tags :
Abhishek Bandopadhyay Subrata Bakshi Partha Chattopadhyay Corona Outbreak Gujarat Social Media Abp Ananda Bengal Prashant Kishore TMC BJP