ভগবানপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, অশান্তির মাঝে পড়ে আক্রান্ত পুলিশও

Continues below advertisement
পূর্ব মেদিনীপুরে চরমে তৃণমূল-বিজেপি সংঘাত। বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অশান্তির মাঝে পড়ে আক্রান্ত পুলিশও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পশ্চিমবাড়-কাঁটাপুকুরিয়া গ্রাম। 
বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে দলীয় কর্মী নিতাই প্রামাণিকের বাড়িতে চড়াও হয় একদল তৃণমূল কর্মী। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর করা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন নিতাইয়ের স্ত্রী। গুরুতর আহত ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে। এ বিষয়ে বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেছেন, ‘প্রত্যেক জায়গায় আমাদের কর্মীদের ওপর অ্যাটাক হচ্ছে, ভগবানপুরেও তা হয়েছে, তৃণমূলই হামলা চালাচ্ছে সর্বত্র।’
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভগবানপুর থানার সাব ইন্সপেক্টর অনিরুদ্ধ চক্রবর্তীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির ইন্ধনেই এত অশান্তি। তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডার অভিযোগ, ‘এই এলাকায় নান্টু প্রধানকে খুন করা হয়েছিল, বিজেপি বহিরাগত এবং সিপিএমের দুষ্কৃতীদের নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা করছে, এলাকা দখলের চেষ্টা করছে, পুলিশকে পর্যন্ত এরা বাদ দিচ্ছে না।’ পাল্টা বিজেপির দাবি, ‘যা ঘটনা ঘটছে, সবকিছুর পেছনে তৃণমূলই আছে।’
কিন্তু কারা হামলা চালাল পুলিশের উপর? কী তাদের রাজনৈতিক পরিচয়? স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বক্তব্য, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram