এক সপ্তাহ পর ফের কৃষ্ণনগর-লালগোলা মেন লাইনে শুরু ট্রেন চলাচল
এক সপ্তাহ পর ফের কৃষ্ণনগর-লালগোলা মেন লাইনে শুরু হল ট্রেন চলাচল।সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে হিংসার জেরে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ ভোর ৫টা নাগাদ নদিয়ার রানাঘাট স্টেশন থেকে লালগোলার কৃষ্ণপুরের উদ্দেশ্যে রওনা দেয় একটি স্পেশাল ট্রেন। আরও একটি স্পেশাল ট্রেনের যাওয়ার কথা। তবে লালগোলা পর্যন্ত নয়, আগের স্টেশন লালগোলার কৃষ্ণপুর পর্যন্ত ট্রেন চলাচল করবে।